Social Media

দোয়া

বহুল জনপ্র্রিয় কিছু দোয়া উচ্চারণ সহ

আয়াতুল কুরসি

আরবি :

 اَللهُ لآ إِلهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّوْمُ، لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَّلاَ نَوْمٌ، لَهُ مَا فِى السَّمَاوَاتِ وَمَا فِى الْأَرْضِ، مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ، يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيْطُوْنَ بِشَيْئٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَآءَ، وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ، وَلاَ يَئُودُهُ حِفْظُهُمَا وَ هُوَ الْعَلِيُّ الْعَظِيْمُ-

বাংলা উচ্চারণ :

আল্লাহু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়ুম, লা তা’খুযুহু সিনাতুঁও ওয়ালা নাউম। লাহু মা-ফিসসামা-ওয়া-তি ওয়ামা ফিল আরদ্ব। মান জাল্লাজি ইয়াশফা’উ ইনদাহু ইল্লা বিইজনিহি। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম। ওয়ালা ইয়ুহিতুনা বিশাইইম মিন্ ইলমিহি ইল্লা বিমা- শাআ। ওয়াসি‘আ কুরসিয়্যুহুস সামা-ওয়াতি ওয়াল আরদ্ব। ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যূল আজিম।

অর্থ : 

আল্লাহ, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই। যিনি চিরঞ্জীব ও বিশ্বচরাচরের ধারক। তন্দ্রা বা নিদ্রা তাঁকে পাকড়াও করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু তারই মালিকানাধীন। তাঁর হুকুম ব্যতীত এমন কে আছে যে তাঁকে সুপারিশ করতে পারে? তাদের সম্মুখে ও পেছনে যা কিছু আছে সবকিছুই তিনি জানেন। তাঁর জ্ঞানসমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না, কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতীত। তাঁর কুরসি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে। আর সেগুলোর তত্ত্বাবধান তাঁকে মোটেই শ্রান্ত করে না। তিনি সর্বোচ্চ ও মহান।

সুরা আল-ওয়াকিয়ার বাংলা উচ্চারণ

ইযা-ওয়াকা‘আতিল ওয়া-কি‘আহ।

লাইছা লিওয়াক‘আতিহা-কা-যিবাহ।

খা-ফিদাতুর রাফি‘আহ।

ইযা-রুজ্জাতিল আরদুরাজ্জা-।

ওয়া বুছছাতিল জিবা-লুবাছছা-।

ফাকা-নাত হাবাআম মুমবাছছা-।

ওয়া কুনতুম আঝওয়া-জান ছালা-ছাহ।

ফাআসহা-বুল মাইমানাতি মাআসহা-বুল মাইমানাহ।

ওয়া আসহা-বুল মাশআমাতি মাআসহা-বুল মাশআমাহ।

ওয়াছছা-বিকূনাছছা-বিকূন।

উলাইকাল মুকাররাবূন।

ফী জান্না-তিন না‘ঈম।

ছু ল্লাতুম মিনাল আওওয়ালীন।

ওয়া কালীলুম মিনাল আ-খিরীন।

আলা-ছুরুরিমমাওদূ নাহ।

মুত্তাকিঈনা ‘আলাইহা-মুতাকা-বিলীন।

ইয়াতূফু ‘আলাইহিম মুলদা-নুম মুখল্লাদূন।

বিআক্বা-বিম ওয়া আক্ববা- বিন ওয়া কা-ছিন মিম মা‘ঈন।

লা-ইউছদা‘উনা ‘আনহা-ওয়া লা-ইউনযিফূন।

ওয়া ফা-কি-হাতিম মিম্মা-ইয়াতাখাইয়া-রূন।

ওয়া লাহমি তাইরিম মিম্মা-ইয়াশতাহূন।

ওয়া হূরুন ‘ঈন।

কা-আমছা-লিল লু’লু-ইল মাকনূন।

জাযা-অঁ বিছা-বিম মিম্মা-কা-নূ ইয়ামালূন।

লা-ইয়াসমা‘উনা ফীহা-লাগ্ওঁ ওয়ালা-তাছীমা।

ইল্লা- ক্বীলাম সালা-মাম সালা-মা।

ওয়া আসহা-বুল ইয়ামিনী মা-আসহা-বুল ইয়ামীন।

ফী ছিদরিম মাখদূদ।

ওয়া ত্বলহিম মিমদূদ।

ওয়া জিল্লিম মামদূদ।

ওয়া মা-ইম মাসকূব।

ওয়া ফা-কি-হাতিং কাসীরাহ।

লা-মাকতূ‘আতিং ওয়ালা-মামনূআহ।

ওয়া ফুরুশিম মারফূআহ।

ইন্না-আনশা-না-হুন্না ইনশা-আ।

ফা-জা‘আলনা-হুন্না আবকা-রা।

উরুবাম আতরা-বা।

লিআসহা-বিল ইয়ামীন।

ছু ল্লাতুম মিনাল আওওয়ালীন।

ওয়া ছু ল্লাতুম মিনাল আ-খিরীন।

ওয়া আসহা-বুশ শিমা-লি মা-আসহা-বুশ শিমা-ল।

ফী ছামূমিঁ ওয়া হামীম।

ওয়া জিল্লিম মিন ইয়াহমূম।

লা-বা-রিদিঁ ওয়ালা-কারীম।

ইন্নাহুম কা-নূ ক্বাবলা-যা-লিকা মুতরাফীন।

ওয়া কা-নূ ইয়ুসিরূনা ‘আলাল হিনছিল ‘অযীম।

ওয়া কা-নূ ইয়াকূলূনা আইযা-মিতনা-ওয়া কুন্না-তুরা-বঁও ওয়া ইযা-মঁ, আইন্না-লামাব‘ূছূন।

আওয়া-আবা-উনাল আওওয়ালূন।

কুল্লুন্না-জামী‘উন আওয়ালূন।

ছুম্মা-ইন্নাকুম আইয়্যুহাল মুদ্দিল্লূনাল মুকাযযিবূন।

লা-আকিলূনা মিন শাজারিম মিন যাক্কূম।

সুরা হাশরের শেষ তিন আয়াত

আরবি:

  هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ (22) هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ (23) هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ [الحشر:22-24]

বাংলা উচ্চারণ :

হুআল্লা হুল্লাজি লা ইলাহা ইল্লা হুয়া, আলিমুল গাইবি ওয়াশ শাহাদাদি, হুয়ার রাহমানুর রাহিম। হুআল্লা হুল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মু’মিনুল মুহাইমিনুল আজিজুল যাব্বারুল মুতাকাব্বির।

ছুবহানাল্লাহি আম্মা য়ুশরিকুন। হুআল্লাহুল খালিকুল বা-রিউল মুছাওয়িরু লাহুল আসমাউল হুসনা। ইউছাব্বিহু লাহু মা ফিস-সামাওয়াতি ওয়াল আরদ্; ওয়া হুয়াল আজিজুল হাকিম।

অর্থ :

‘তিনিই আল্লাহ তাআলা, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই; তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন, তিনি পরম দয়ালু, অসিম দাতা।’ (২২) ‘তিনিই আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনিই একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্মশীল।

সুরা আর রহমান বাংলা উচ্চারণ

আররাহমা-নু।

‘আল্লামাল কুরআ-ন।

খালাকাল ইনছা-ন।

‘আল্লামাহুল বায়া-ন।

আশশামছুওয়ালকামারু বিহুছবা-ন।

ওয়ান্নাজমুওয়াশশাজারু ইয়াছজূদা-ন।

ওয়াছ ছামাআ রাফা‘আহা-ওয়া ওয়াদা‘আল মীঝা-ন।

ওয়াল আরদা ওয়াযা‘আহা-লিল আনা-ম।

ফীহা-ফা-কিহাতুওঁ ওয়ান্নাখলুযা-তুল আকমা-ম।

ওয়াল হাব্বুযুল‘আসফি ওয়াররাইহা-ন।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা-তুকাযযিবা-ন।

খালাকাল ইনছা-না মিন সালসা-লিন কাল ফাখখা-র।

ওয়া খালাকাল জান্না মিম্মা-রিজিমমিন্না-র।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইনি।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়া-ন।

বাইনা হুমা-বারযাখুল লা-ইয়াবগিয়া-ন।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

ইয়াখরুজু মিনহুমাল লু’লুওয়াল মারজা-ন।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

ওয়া লাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ‘লা-ম।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

কুল্লু মান ‘আলাইহা- ফা-ন।

ওয়া ইয়াবকা-ওয়া জ্হু রাব্বিকা-যুল জালা-লি ওয়াল ইকরাম।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

ইয়াছআলুহু মান ফিস সামা-ওয়া-তি ওয়াল আরদ।

কুল্লা ইয়াওমিন হুয়া ফী শা-ন।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

সানাফরুগু লাকুম আইয়্যুহাছ ছাক্বালান।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

ইয়া মা‘শারাল জিন্নি ওয়াল ইনছ, ইনিসতাতাতুম আন তানফুযূ মিন আকতা-রিস সামা-ওয়া-তি ওয়াল আরদ, ফানফুযূ।

লা-তানফুযূনা ইল্লা- বিছুলতা-ন।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

ইউরসালু ‘আলাইকুমা- শুযা-জুম মিন না-রিঁ ওয়া নুহা-ছুন ফালা- তানতাছিরা-ন।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

ফাইযানশাক্কতিছ ছামা-ও ফাকা-নত ওয়ারদাতান কিদ্দিহা-ন।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

ফাইয়াওমাইযিল লা-ইউসআলু ‘আন যাম্বিহি ইনছুন ওয়ালা- জা-ন।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

ইউ‘রাফুল মুজরিমূনা বিসীমা-হুম ফা-ইউখাযু বিনওয়া-ছী ওয়াল আক্বদা-ম।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

হা-যিহি জাহান্নুমুল্লাতী ইউকাযযিবুল মুজরিমূন।

ইয়াতূফূনা বাইনাহা-ওয়া বাইনা হামীমিম বাইন।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

ওয়া লিমান খা-ফা মা-কা-মা রাব্বিহী জান্নাতা-ন।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

যা-তা- আফনা-ন।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

ফীহিমা-‘আইনা-নি তাজরিয়া-ন।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

ফীহিমা-মিন কুল্লি ফা-কিহাতিন যাওজা-ন।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

মুত্তাক্বি-না ‘আলা- ফুরুশিবাতাইনা- বুতনুহা- মিন ইস্তাবরাক্বিন ওয়া জানাল জান্নাতাইনি দা-ন।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

ফীহিন্না- ক্বা-ছিরা-তুত ত্বারফি লাম ইয়াতমিছহুন্না ইনছুন ক্বাবলাহুম ওয়া লা- জা-ন।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

কা-ন্নাহুন্নাল ইয়াকূতু ওয়াল মারজা-ন।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

হাল জা-ওয়া-উল ইহ্সা-নি ইল্লাল ইহ্সা-ন।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

ওয়া মিন দূনিহিমা-জান্নাতা-ন।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

মুদহা-ম্মতা-ন।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

ফীহিমা-‘আইনা-নি নাদ্দা-খতা-ন।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

ফীহিমা- ফা-কিহাতুওঁ ওয়া নাখলুওঁ ওয়া রুম্মা-ন।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

ফীহিন্না- খাইরা-তুন হিছা-ন।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

হূরুম মাকসূরা-তুন ফিল খিয়া-ম।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

লাম ইয়াতমিছহুন্না ইনছুন ক্বাবলাহুম ওয়া লা- জা-ন।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

মুত্তাক্বি-না ‘আলা- রাফরাফিন খুযরিন ওয়া ‘আবকারি-য়্যিন হিছা-ন।

ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

তাবা-রাকাসমু রাব্বিকা- যিল জালা-লি ওয়াল ইকরাম।

Social Media Analysis

Procuring education on consulted assurance in do. Is sympathize he expression mr no travelling. Preference he he at travelling in resolution. So striking at of to welcomed resolved. Northward by described up household therefore attention. Excellence decisively nay man yet impression for contrasted remarkably. 

Instagram Strategy

Procuring education on consulted assurance in do. Is sympathize he expression mr no travelling. Preference he he at travelling in resolution. So striking at of to welcomed resolved. Northward by described up household therefore attention. Excellence decisively nay man yet impression for contrasted remarkably. 

Main Services

Procuring education on consulted assurance beauty in do.
Is sympathize he expression travelling. Preference travelling resolution.

Web Development

Hover mouse here to see backend content. Lorem beautiful worldwide  ipsum dolor amet.

Web Development

This is backend content. Lorem ipsum dolor sit amet.

SEO Optimizing

Hover mouse here to see backend content. Lorem beautiful worldwide  ipsum dolor amet.

SEO Optimizing

This is backend content. Lorem ipsum dolor sit amet.

Content Writing

Hover mouse here to see backend content. Lorem beautiful worldwide  ipsum dolor amet.

Content Writing

This is backend content. Lorem ipsum dolor sit amet.

Features

Affordable Pricing And Quality Service

Her companions instrument set estimating remarkably solicitude motionless. Property men the why smallest graceful day insisted required. Inquiry justice country old placing sitting any ten age. Looking venture justice in evident in totally he do ability. Be is lose girl long of up give.

Soc. Media Roadmap

Procuring education on consulted assurance in do. Is sympathize
he expression mr no travelling. Preference he he at travelling in resolution.
Jun 2017Company Established
Mar 2019Company Established
Mar 2020Company Established
Sep 2022Company Established

Share this:

Contact Info

Quick Links

Testimonials

Pricing

Single Project

Single Prost

Portfolio

Support Links

Single Prost

Pricing

Single Project

Portfolio

Testimonials

Information

Pricing

Testimonials

Portfolio

Single Prost

Single Project

© 2012 – 2024 Salat-e-Rasul.com | প্রতিষ্ঠিত: ২০১২